📖1 Al-Fâtiha

1 Al-Fâtiha

নামকরণ

এ সূরার মূল বিষয়বস্তুর সাথে সামঞ্জস্য রেখেই এর এই নামকরণ করা হয়েছে। যার সাহায্যে কোন বিষয়, গ্রন্থ বা জিনিসের উদ্বোধন করা হয় তাকে ‘ফাতিহা’ বলা হয়। অন্য কথায় বলা যায়, এ শব্দটি ভূমিকা এবং বক্তব্য শুরু করার অর্থ প্রকাশ করে।।

 শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু।।

[1:1]
শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
[1:2]
যাবতীয় প্রশংসা আল্লাহ তা' আলার যিনি সকল সৃষ্টি জগতের পালনকর্তা।
[1:3]
যিনি নিতান্ত মেহেরবান ও দয়ালু।
[1:4]
যিনি বিচার দিনের মালিক।
[1:5]
আমরা একমাত্র তোমারই ইবাদত করি এবং শুধুমাত্র তোমারই সাহায্য প্রার্থনা করি।
[1:6]
আমাদেরকে সরল পথ দেখাও,
[1:7]
সে সমস্ত লোকের পথ, যাদেরকে তুমি নেয়ামত দান করেছ। তাদের পথ নয়, যাদের প্রতি তোমার গজব নাযিল হয়েছে এবং যারা পথভ্রষ্ট হয়েছে।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন